প্রকাশিত: Sat, Mar 30, 2024 10:00 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:31 AM

[১]কম দামে পণ্য বিক্রির খবরও প্রচারের অনুরোধ ভোক্তার ডিজির

মাহামুদুল হাসান: [২] বাজারের অনিময় ঠেকাতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

[৩] শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদরের ফলহাটি, মেডিসিন রোড, মাংস হাটি ও কাঁচা বাজার তদারকির পর তিনি এ কথা বলেন।

[৪] এসব বাজারে ঢুকে অনিয়ম দেখতে পান তিনি। অনেক ব্যবসায়ী তাদের ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। ফার্মেসিতেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি অনেকে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খোলা ভোজ্যতেল বিক্রির প্রমাণও পান মহাপরিচালক। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেন তিনি। একইসঙ্গে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

[৫] ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যখন একটি-দুটি জায়গায় রমজানের শুরুতে বেগুনের কেজি ১০০ টাকা হয়ে যায়, তখন ওই নিউজটা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এক জায়গায় যদি ১০০ টাকা দরে বিক্রি হয় অন্য জায়গায় ৫০ টাকা দরে বিক্রি হলে সেটিও আপনার তুলে ধরুন। যখন বেশি দরের নিউজ প্রকাশ হয় তখন যেসব পণ্যের কম দাম থাকে সেগুলোরও দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সম্পাদনা : মুরাদ হাসান